Main Menu

মদিনায় বাস দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৩

বিদেশবার্তা২৪ ডেস্ক:
সৌদি আরবের ‘ইমিগ্রেশন এক্সপ্রেসওয়ে’ মদিনা আল-মুনাওয়ারা রোডে একটি বাস দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৩ জন। খবর সৌদি গেজেটের

মদিনার রেড ক্রিসেন্ট অথরিটি শাখার মহাপরিচালক আহমেদ আল-জাহরানি বলেন, এই অঞ্চলের রেড ক্রিসেন্ট অপারেশন রুম শুক্রবার সকালে একটি কল পেয়েছিল। সেখানে একটি বাস উল্টে গিয়েছিল। তাৎক্ষণিকভাবে দশ মিনিটের মধ্যে সেখানে প্রথম উদ্ধারকারী দল পৌঁছেছিল।

দুটি অঞ্চলের মধ্যে থেকে বিশটি অ্যাম্বুলেন্স দল এবং মক্কা আল-মুকাররামা অঞ্চল থেকে ৬টি দল, মোট ২৬টি দল এবং ৬টি স্বাস্থ্য বিষয়ক দল সেখানে সেবা কার্যক্রম প্রদান করে।

পরে নিশ্চিত করা হয় যে, বাসে মোট ৫১ জন লোক ছিলেন। তাদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়। এছাড়া ৩ জনের অবস্থা গুরুতর। ১০ জন মাঝারি মাত্রার আহত হন এবং ৩০ জনের অবস্থা স্থিতিশীল ছিল। আহতদের হাসপাতালে নেয়া হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *