জাপানে ডুবে গেছে পর্যটকবাহী নৌকা, নিখোঁজ ২৬
বিদেশবার্তা২৪ ডেস্ক:
জাপানে পর্যটকবাহী একটি নৌকা ডুবে গেছে। এই ঘটনায় তাতে থাকা ২ শিশুসহ ২৬ জন নিখোঁজ রয়েছেন। দেশটির পূর্ব হোক্কাইডোর শিবেটেকো উপদ্বীপে এই দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরার
খবরে বলা হয়েছে, শিবেটোকো উপদ্বীপের কাছে নৌকাটি উদ্ধারের জন্য ও তল্লাশির চালাতে দু’টি হেলিকপ্টার এবং ৫টি টহল নৌকা পাঠানো হয়েছে।
দেশটির উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, তারা কাজু-১ নামের নৌকাটি খুঁজে পায়নি। উদ্ধারকাজ চলাকালে শনিবার বিকাল পর্যন্ত জাহাজে থাকা নিখোঁজ যাত্রীদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
জানা গেছে, দুপুরের দিকে ওই এলাকায় প্রবল ঢেউ ও প্রবল বাতাস ছিল। খারাপ আবহাওয়া থাকায় মাছ ধরার নৌকাগুলো দুপুরের আগেই বন্দরে ফিরে আসে। এছাড়াও পর্যটকরা সবাই লাইফ জ্যাকেট পরিহিত ছিল। কিন্তু ওই এলাকায় রাতে তাপমাত্রা শূন্য ডিগ্রিতে নেমে আসে।
হোক্কাইডোর উত্তর-পূর্বে উপদ্বীপটি ইউনেস্কোর ঐতিহ্য। সেখানে বরফ দেখার জন্য অনেক পর্যটক ভ্রমণ করেন। দ্বীপটি বিরল প্রজাতির প্রাণী এবং উদ্ভিদের আবাসস্থল।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More