বাহরাইনে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে হামদ-নাত, কোরাআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
বাহরাইন প্রতিনিধি:
বাহরাইনে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে সাধারণ বাংলাদেশী শ্রমিকদের নিয়ে হামদ-নাত, কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২এপ্রিল) স্থানীয় তুবলিতে বিভিন্ন কোম্পানীতে চাকরিরত শ্রমিকদের মাঝে কেরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি নাজির আহমেদ এর সভাপতিত্বে ও সহ সভাপতি হুমায়ুন কবির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ( শ্রম ) মো. মাহফুজুর রহমান।
সহ সাধারণ সম্পাদক হামীম বশিরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের সেক্রেটারী (৩য়) মো. তাসির উদ্দিন, আইন সহকারী ড. নাজমুল হাসান, বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইন এর সভাপতি বশির আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজুমদার, ইয়াং এসোসিয়েশন এর উপদেষ্টা নুরুল ইসলাম নূর, প্রবাসী ব্যবসায়ী কামাল আহমদ, ইসহাক মিয়া, যুবলীগের যুগ্ন সম্পাদক নাজির আহমদ, দিদারুল আলম প্রমুখ। এসময় সাধারণ প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে হামদ – নাত, কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হামদ-নাত, কেরাত ও ইসলামী প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন বাংলাদেশ স্কুল বাহরাইন এর শিক্ষক মাওলানা আতাউর রহমান। বিচারক ছিলেন দূতাবাসের আইন সহকারী ড. নাজমুল হাসান।
প্রতিযোগিতায় কেরাতে ১ম হয়েছেন রুহুল আমিন, ২য় জাহিদুল ইসলাম, ৩য় জুলফিকার আলী এবং হামদ – নাত প্রতিযোগিতায় ১ম মো. নাসির উদ্দিন, ২য় সাইদুল ইসলাম, ৩য় মোহাম্মদ সোহান।
অনুষ্টানে আইজান কনট্র্যাক্টটিং কোম্পানি, এম.কে ওড়িশ্যা কনট্র্যাক্টটিং কোম্পানি ও সাংবাদিক ফোরাম বাহরাইন এর সভাপতি বশির আহমদ এর পক্ষ থেকে কোরআন শরীফ পড়তে ইচ্ছুক এই রকম প্রবাসীদের মধ্যে বাংলা তরজমা সহ কোরআন শরীফ উপহার দেয়া হয়।
অনুষ্টানে সাধারণ প্রবাসী বাংলাদেশীরা তাদের সমস্যা এবং দাবী দূতাবাস এর প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমানের কাছে তুলে ধরেন।
বাংলাদেশ ইয়াং এসোসিয়েশন বাহরাইন এর সহ সভাপতি মোজাম্মেল হক, সহ সাধারণ সম্পাদক হামীম বশির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সজীব আল রশিদ, ক্রীড়া সম্পাদক হাসান রাজু, আলাউদ্দিন শিকদার সহ তুবলিতে বসবাসরত বাংলাদেশী তরুণদের সহযোগিতায় ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী।
Related News
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More