মে থেকে মজুরি বাড়াচ্ছে গ্রিস

নিউজ ডেস্ক:
আগামী মাস থেকে ন্যূনতম মজুরি বাড়াচ্ছে গ্রিস। এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো বেতন বাড়ানোর ঘোষণা দিল ইউরোপীয় দেশটি। খবর রয়টার্স।
ক্রমবর্ধমান মূল্যস্ফীতি দেশটির নিম্ন আয়ের পরিবারগুলোর ব্যয়ের সক্ষমতা কমিয়ে দিয়েছে। এ অবস্থায় পরিবারগুলোকে একটু স্বস্তি দিতে এ ঘোষণা দিয়েছে দেশটির সরকার। দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাইকিস বলেন, ১ মে থেকে মূল মজুরি মাসে ৫০ ইউরো বেড়ে ৭১৩ ইউরো হবে।
এর আগে জানুয়ারিতে গ্রিস সরকার ন্যূনতম মজুরি প্রায় ২ শতাংশ বাড়িয়ে ৬৬৩ ইউরোয় উন্নীত করেছিল। বর্তমানে এ বেতন বাড়ছে ৯ দশমিক ৭ শতাংশ। গত মাসে দেশটিতে ভোক্তা মূল্যস্ফীতি ৮ দশমিক ৯ শতাংশে উন্নীত হয়েছে। এ মূল্যস্ফীতির হার গত ২৭ বছরের মধ্যে সর্বোচ্চ। আকাশ ছোঁয়া জ্বালানি ব্যয় দেশটির পরিবারগুলোর ওপর চাপ সৃষ্টি করেছে। মার্চে প্রাকৃতিক গ্যাসের দাম গত বছরের একই সময়ের তুলনায় ৬৮ দশমিক ৩ শতাংশ বেড়েছে। যেখানে বিদ্যুতের দাম বেড়েছে ৭৯ দশমিক ৩ শতাংশ।
চলতি মাসের শুরুতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির প্রতিবাদ জানিয়েছিল।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More