ভারতীয়দের ভিসা সুবিধা বাড়াবে ব্রিটেন

নিউজ ডেস্ক:
ব্রিটিনে অভিবাসী হওয়ার জন্য ভারতীয় নাগরিকদের আরো বেশি করে ভিসা দিতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷ ব্রেক্সিট পরবর্তী মুক্ত বাণিজ্য চুক্তির বিনিময়ে ভারতকে এই সুবিধা দেয়ার কথা বলেছেন তিনি৷
ইউরোপের দেশগুলোর মধ্যে ব্রিটেনে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিকের বসবাস৷ কাজের সূত্রে কিংবা পড়াশোনার জন্য প্রতি বছরই অনেক মানুষ পাড়ি দেন দেশটিতে৷ এছাড়া দশ লাখেরও বেশি ভারতীয় বংশদ্ভুত যুগ যুগ ধরে ব্রিটেনে বসবাস করে আসছেন৷
দক্ষ ভারতীয়দের ব্রিটেনে আসার আরো বেশি সুযোগ দিতে চায় দেশটির সরকার৷ ভারত সফরে যাওয়ার আগে সেই ইঙ্গিত দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও৷ সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আমি সবসময়ই এই দেশে (ব্রিটেনে) মেধাবী মানুষ আসার সুযোগ দেয়ার পক্ষে৷ আমাদের অর্থনীতিতে কয়েক লাখ মানুষের ঘাটতি আছে৷ এজন্য আমাদের অগ্রসর কৌশল নিয়ে এগোতে হবে এবং আমরা সেটা করব৷’’
ব্রেক্সিট পরবর্তী সম্পর্ক ঝালাই করতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চায় ব্রিটেন৷ এ বিষয়ে দুই পক্ষের মধ্যেই আলোচনা চলছে৷ ভারতও চায় বাণিজ্য চুক্তির বিনিময়ে দেশটির নাগরিকরা যাতে ব্রিটেনে কাজ ও বসবাসের আরো বেশি সুযোগ পান৷ সেই সঙ্গে শিক্ষার্থী ও পেশাজীবীদের অভিবাসনের খরচ ও নিয়ম কানুন যাতে শিথিল করা হয়৷ আর সে বিষয়ে ইতিবাচক ইঙ্গিত মিলল জনসনের কাছ থেকেও৷
অন্যদিকে ক্রমবর্ধমান মধ্যবিত্তের ভারতীয় বাজারে স্কচ হুইস্কির মতো পণ্যের ব্যবসা বাড়ায় চায় ব্রিটেন৷ সেই সঙ্গে সবুজ প্রযুক্তি বিক্রি আর সেবা খাতের বাণিজ্যও বাড়াতে চায় দেশটি৷
ব্রিটেনের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালে দুই দেশের বাণিজ্যের আকার ছিল তিন হাজার কোটি ডলারের বেশি৷ নতুন চুক্তি হলে ২০৩৫ সাল নাগাদ তা তিন হাজার ৮০০ কোটি ডলারে পৌঁছাবে বলে ব্রিটেনের প্রত্যাশা৷
Related News

পাকিস্তানকে আইএমএফ-এর ঋণ দেওয়া কেন ঠেকাতে পারেনি ভারত?
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গত সপ্তাহে পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলারের ‘বেলআউট প্যাকেজ’ (সহায়তাRead More

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More