Main Menu

বাহরাইনে বাংলাদেশ সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

বাহরাইন প্রতিনিধি:
বাহরাইনে বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় জুফের দ্যা স্পট রেসিডেন্সে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর ও দুতালয় প্রধান এ.কে.এম মহিউদ্দিন কায়েস।

সাংবাদিক ফোরামের সভাপতি বশির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজুমদারের পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমান, বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. মইজ চৌধুরী. বিশিষ্ট ব্যবসায়ী মো. শফিউদ্দিন (সি.আই.পি), বাংলাদেশ সমাজের সভাপতি মনজুর আহমদ, বাংলাদেশ আওয়ামিলীগ বাহরাইন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহ জালাল, বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সাধারণ সম্পাদক মোঃ আইনুল হক, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো. কয়েছ আহমদ, যুবলীগ বাহরাইন শাখার সাধারণ সম্পাদক বকুল সূত্রধর, সিলেট বিভাগীয় পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল করিম, ফরিদপুর জনকল্যান পরিষদের সভাপতি সেলিম দড়ি, সাধারণ সম্পাদক শেখ মো. সিয়াম শাহ, বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতির সভাপতি মো. মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক শাহ মো. আব্দুল হক, জালালাবাদ কমিউনিটি বাহরাইনের সভাপতি আখতার হোসেন কাঁচা মিয়া।

উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম বাবু, উইকেয়ারের সবুজ মিলন, সুনামগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ পরিষদ বাহরাইন এর সভাপতি আব্দুল খালিক মানিক মিয়া, যুবলীগ বাহরাইন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, নাজির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ, নুরুল ইসলাম নূর, মোঃ রফিকুল ইসলাম, আব্দুল শহীদ, মিজানুর রহমান মিজান, বাংলাদেশ ইয়াং এসোসিয়েশন বাহরাইন এর সভাপতি নাজির আহমদ, সহ সভাপতি হুমায়ুন কবির, মোজাম্মেল হক, ইফরাত সাইফ, সজীব, সাইফুল, আলাউদ্দিন, ইয়ুথ ক্লাব বাহরাইনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ মাসুম, রহমত উল্লাহ, ইমন।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রিয়াজুল ইসলাম, গোলাম কিবরিয়া খান, সুনাম লতিফ, রায়হান সর্দার, শাহ আলম, শাহীন আহমদ, আব্দুল হাই রিপন, অবিনাশ পাল, বিষ্ণু দেব, আব্দুল কাদির রিপন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক এবং সুধী সমাজের নেতৃবৃন্দ সহ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ইফতারের পূর্বে দেশবাসী ও মুসলিম উম্মাহর শান্তি, রহমত, বরকত, মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মজিদ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *