বিনা অজুতে কোরআনের আয়াত স্পর্শ করা যাবে কি?
ইসলাম ডেস্ক:
প্রশ্ন : আমরা জানি যে, ওজু ছাড়া কোরআন শরিফ স্পর্শ করা জায়েজ নেই। কিন্তু জানার বিষয় হলোÑ পৃথক আয়াত কিংবা তাফসির এবং সিরাতের মতো কিতাবাদির ক্ষেত্রে এ হুকুম প্রজোয্য হবে কি না?
মো. আবদুল্লাহ, টাঙ্গাইল
উত্তর : পুরো কোরআন শরিফ যেমন ওজু ছাড়া স্পর্শ করা জায়েজ নেই, তেমিন পূর্ণ এক আয়াতও ওজু ছাড়া স্পর্শ করা জায়েজ নেই। তবে, পূর্ণ এক আয়াত না হয়ে আয়াতের অংশবিশেষ হলে ওজু ছাড়া স্পর্শ করা জায়েজ আছে। তদুপরি তাও ওজু অবস্থায় স্পর্শ করা উত্তম। আর তাফসিরের কিতাবে আয়াতের পরিমাণ বেশি ও তাফসিরের পরিমাণ কম হলে তা ওজু ছাড়া স্পর্শ করা মাকরুহ।
তবে যদি তাফসির বেশি হয়, আয়াত কম হয় তাহলে ওজু ছাড়া স্পর্শ করা জায়েজ। অবশ্য, যে স্থানে আয়াত লেখা থাকবে তা ওজু ছাড়া স্পর্শ করা যাবে না। আর সিরাত বা অন্যান্য কিতাবাদি ওজু ছাড়া স্পর্শ করা যাবে। তবে সে কিতাবে কোরআনের আয়াত থাকলে আয়াতের ওপর ওজু ছাড়া হাত লাগানো জায়েজ হবে না। (আদ্দুররুল মুখতার : ১/৩২০; তাহতাবি : ১৪৩-১৪৪)।
উত্তর দিয়েছেন- মুফতি হিফজুর রহমান, প্রধান মুফতি, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকা । সৌজন্যে: মাসিক আদর্শ নারী
Related News
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More