সৌদি প্রবাসীদের ইকামা নবায়নে নতুন সিদ্ধান্ত

বিদেশবার্তা২৪ ডেস্ক:
সৌদি আরবে বসবাসরত সকল প্রবাসীদের ইকামা (পারমিট কার্ড) নবায়নের নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে দেশটির জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্ট (জাওয়াজাত)।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে নতুন নিয়মের কথা জানায় জাওয়াজাত।
জাওয়াজাতের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, যদি কোনো প্রতিষ্ঠানের মালিকের কম্পিউটার সার্ভিস বন্ধ হয়ে যায়, তারপরেও তার অধীনে থাকা প্রবাসী কর্মীরা নিজেদের ইকামা নবায়ন করতে পারবেন। এতদিন নিয়োগকারী প্রতিষ্ঠান বা মালিকের (কফিল) মাধ্যমে ইকামা নবায়ন করতে হতো।
প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে প্রতিষ্ঠানের মালিকের ডিজিটাল সার্ভিস সাসপেন্ডেড থাকলেও তার অধীনে কর্মরত প্রবাসী কর্মীরা তাদের ইকামা নবায়ন করতে পারবেন।
জাওয়াজত নিশ্চিত করেছে, যে নিয়োগকর্তার কম্পিউটার পরিষেবা বন্ধ হলে Absher প্ল্যাটফর্মের মাধ্যমে তার কর্মীদের জন্য পরিষেবাগুলি সম্পূর্ণ করতে বাধা দেয়া হয় না।
জাওয়াজাত জানিয়েছে, একজন সৌদি নাগরিক জানতে চাচ্ছিলেন যে তার কম্পিউটার সার্ভিস সাসপেন্ড রয়েছে, এই অবস্থায় তিনি তার অধীনে কর্মরত প্রবাসী কর্মীর ইকামা নবায়ন করতে পারবেন কিনা। এরই পরিপেক্ষিতে এক বিবৃতিতে এ তথ্য জানায় জাওয়াজাত।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More