দুবাইয়ে চিরনিদ্রায় শায়িত হলেন প্রবাসী শামসুল আলম
নিউজ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে স্ট্রোকে মারা যাওয়া বাংলাদেশি প্রবাসী শামসুল আলমকে দুবাইতে দাফন করা হয়েছে।
এক সপ্তাহ আগে তিনি মারা যান। গতকাল ১৫ এপ্রিল (শুক্রবার) জুমা’র নামাজের পর দুবাইয়ের মাটিতে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
শামসুল আলমের বাড়ি বাংলাদেশের কক্সবাজারের ঈদগাঁও উপজেলায়।
জানা গেছে, পরিবারের আর্থিক সচ্ছলতা ও সুখের আশায় দুবাইতে যান শামসুল আলম। সেখানে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন। গত গত ৮ এপ্রিল রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে স্ট্রোক জনিত রোগে দুবাইয়ে নিজ বাসায় মারা যান তিনি। দুবাই সরকারের প্রশাসনিক প্রক্রিয়া শেষে ১৫ এপ্রিল শুক্রবার বাদে জুমা তাকে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের বড় ছেলে প্রবাসী নুর মোহাম্মদ।
প্রবাসী শামসুল আলম কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পুর্ব ভোমরিয়া গ্রামের মৃত আলী আহমদের পুত্র। তার ২ পুত্র ও ৫ কন্যা সন্তান রয়েছে। পরিবারের সামর্থ্য না থাকায় তাকে বিদেশেই দাফন করা হয়েছে।
গত শুক্রবার তাঁর মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্রম ব্যক্তির মৃত্যুতে চলছে আহাজারি। তার মৃত্যুতে আমিরাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও নেমে এসেছে শোকের ছায়া।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More