সৌদি থেকে তিন প্রবাসীর মৃতদেহ দেশে পাঠাতে আবারও জটিলতা
নিউজ ডেস্ক:
সৌদিতে মৃত্যু হওয়া তিন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে ফেরত আনতে আবারও জটিলতা দেখা দিয়েছে। তাদের মৃতদেহ কবে দেশে আসবে তাও অনিশ্চিত।
রিয়াদের বাংলাদেশ দূতাবাসের আইনি সহকারী ফয়সাল আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
সামজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ২/৩/৫ মাস নানা রকম ঝামেলা আর কফিলের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ করে অবশেষে ৩ জন মৃতের (এরা মালিকের কাজ করত না) লাশ প্রেরনে কফিলকে বাধ্য করা হলো।
কিন্তু শেষ পর্যন্ত হয়েও হলনা, তিন জনেরই ইকামার উপর টাকা পয়সা পাওনার মামলার কারণে লাশ পাঠানো যাচ্ছেনা। এটাই নিয়তি।
« সুনামগঞ্জে দু’বাসের সংঘর্ষে নিহত ১ (Previous News)
(Next News) ‘বেকার পড়ে আছে’ কোটি টাকার অত্যাধুনিক অ্যাম্বুলেন্স! »
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More