বাহরাইনে সিলেট বিভাগীয় পরিষদের ইফতার-দোয়া মাহফিল
নিউজ ডেস্ক :
পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে সিলেট বিভাগীয় পরিষদ বাহরাইনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ এপ্রিল) সালমাবাদ গালফ এয়ার ক্লাব হলরুমে আয়োজন করা হয়।
এসময় সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় পরিষদ বাহরাইনের সভাপতি মো. ছমির মিয়া। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল করিমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে কথা বলেন প্রতিষ্ঠাকালীন সভাপতি তাজউদ্দীন সিকান্দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রকৌশলী খন্দকার আশফাক আহমদ, প্রকৌশলী মফিজুর রহমান, ড. এম. শহিদুল ইসলাম, ওয়েলফেয়ার কমিউনিটি বাহরাইনের উপদেষ্টা শামসুল হক, সিলেট বিভাগীয় পরিষদের উপদেষ্টা আব্দুল হামিদ, কবির উদ্দিন, জসিম উদ্দিন, বশির আহমদ, আব্দুল খালেক মানিক মিয়া, সুরমান আলী, আব্দুল আজিজ, আতিকুর রহমান, আনোয়ার হোসেন, সাংবাদিক ফোরাম বাহরাইনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজুমদার।
আরও উপস্থিত ছিলেন- বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ মোয়াজ্জেম হোসেন সোকার্নো, বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সহ-সাধারণ সম্পাদক সিয়াম শাহ, সিলেট বিভাগীয় পরিষদ বাহরাইনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক সুনাম লতিফ, ক্রীড়া সম্পাদক আমিনুর রশিদ, বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইনের সভাপতি নাজির আহমেদ, সিলেট বিভাগীয় জাতিয়তাবাদী বিএনপি ঐক্য পরিষদ এর সভাপতি আব্দুল হাই রিপন, উপদেষ্টা মতিউর রহমান চুনু।
এছাড়া সহ-সভাপতি কবির আহমদ, জৈন্তাপুর প্রবাসী কল্যাণ গ্রুপের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদ জাকারিয়া সিকদার, বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতির সভাপতি মিজানুর রহমান আকন, সাধারণ সম্পাদক শাহ মো. আব্দুল হক, বঙ্গবন্ধু পরিষদ বাহরাইনের সাধারণ সম্পাদক ওমর ফারুক, মানামা মহানগর বিএনপির সভাপতি মো. নুরুল হক, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. বেলালসহ বাহরাইনস্থ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংঠনের নেতারা উপস্থিত ছিলেন।
শুরুতে ফখরুল ইসলামের পবিত্র কোরাআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল করিম। শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More