Wednesday, April 13th, 2022
গরমের কারণে রোজা ভাঙা যাবে কি?
শায়খ মাহমুদুল হাসান: কেউ এক জায়াগায় এমন ফ্যাক্টরিতে কাজ করেন, যেখানে খুব বেশি গরম। এই গরমের কারণে তিনি সপ্তাহে দুই দিন কাজ করেন। এখন রোজা রাখলে— খুব পিপাসার্ত হয়ে যান। তার জন্য কি কোনো বিকল্প আছে? মানে অতি গরমের কারণে কি রোজা ভাঙা যাবে? এই প্রশ্নের উত্তর হলো- আপনি যেহেতু দুই দিন কাজ করেন, তাই প্রথম অপশন হলো- আপনাকে রোজা রাখতে হবে। মনে করেন- আপনি যেহেতু সপ্তাহে দুইদিন কাজ করেন। রমজানে ৮ দিনের জন্য হয়তো আপনি ছুটি (হলিডে) নিতে পারেন। কারণ, রমজানে রোজা না রেখে— অন্য সময় রোজা রাখলে পরিপূর্ণRead More