বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ জন
নিউজ ডেস্ক:
বাংলাদেশ থেকে এ বছর ৫৭ হাজার ৮শ ৫৬ জন হজে যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
বুধবার (১৩ এপ্রিল) জামালপুরে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, সৌদি আরব থেকে এ তথ্য প্রতিমন্ত্রীকে জানানো হয়েছে। তিনি এ তথ্য জামালপুরে এক ইফতার মাহফিলে জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশ থেকে কতজন হজে যেতে পারবেন সেই সংখ্যা ঠিক হলেও সৌদি সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর কবে হবে, খরচ কেমন হবে, সেসব বিষয়ে কিছু বলেননি প্রতিমন্ত্রী।
এদিকে দেশে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬০৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ৮৮২ জন, অর্থাৎ মোট ৫৪ হাজার ৪৮৭ জন হজের জন্য নিবন্ধন করে রেখেছেন।
এ বিষয়ে আনোয়ার হোসাইন বলেন, নিবন্ধন স্বয়ংক্রিয় পদ্ধতিতে হয়, এখানে কারো কোন হাত নেই, যার সিরিয়াল আগে তারাই আগে হজ করার সুযোগ পাবেন। এই নিবন্ধনের সিরিয়াল থেকেই হজে যাবেন।
গত শনিবার সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এবার ১০ লাখ মুসলমানকে হজ পালনের অনুমতি দেওয়া হবে। তবে ৬৫ বছরের বেশি বয়স্করা এ সুযোগ পাবেন না। সাধারণত প্রতিবছর ২৫ লাখ মুসলমান এ সুযোগ পান।
Related News
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More