ইতালিতে সেহরি খাওয়ার পর মারা গেলেন প্রবাসী বাংলাদেশি
নিউজ ডেস্ক:
ইতালির রাজধানী রোমে সেহরি খাওয়ার পর হঠাৎ মারা গেলেন প্রবাসী বাংলাদেশি আকন সোহাগ (৩৭)। রবিবার (১০ এপ্রিল) স্থানীয় সময় মধ্যরাতের পর তিনি মারা যান। (ইন্নাল্লিলাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজেউন।)
জানা গেছে, রোমের সান লরেনছো নামক এলাকা বসবাস করতেন আকন সোহাগ। দেশে স্ত্রী ও সাত বছরের এক শিশুসন্তানও রয়েছে তার।
কি কারণে আকন সোহাগের আকস্মিক এই মৃত্যু হয়েছে তা এখনো বিস্তারিত জানা যায়নি। তবে প্রতিবেশীরা ধারণা করছেন সেহরি খাবার পর হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যেতে পারেন।
এদিকে আকন সোহাগের মৃত্যুদে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ফেসবুকে তার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা।
গতকাল রোমের সান লরেনছো’র মসজিদে কাপুয়াতে তার জন্য বিশেষভাবে দোয়া করা হয়।
আকন সোহাগের গ্রামের বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলায়।
Related News
পাকিস্তানকে আইএমএফ-এর ঋণ দেওয়া কেন ঠেকাতে পারেনি ভারত?
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গত সপ্তাহে পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলারের ‘বেলআউট প্যাকেজ’ (সহায়তাRead More
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More


