জমিতে সেচ দেয়া নিয়ে সংঘর্ষে তরুণ নিহত

নিউজ ডেস্ক:
হবিগঞ্জের বানিয়াচংয়ে জমিতে সেচ দেয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মোশাহিদ মিয়া (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন। নিহত মোশাহিদ বানিয়াচং গ্রামের সবুর মিয়ার ছেলে।
রোববার দুপুরে উপজেলার সুজাতপুরে এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে সুজাতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে বলেও।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বিষয়টি নিশ্চিত করে জানান, সবুর মিয়া ও গ্রামের কাদির মিয়া যৌথভাবে হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে একটি ভাঙারি মালামালের দোকান দেন। তিন দিন আগে দোকানের হিসাব নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। রোববার সকালে সবুর মিয়ার পক্ষের একজন হাওরে বোরো জমিতে সেচ দিতে যান। এ সময় কাদির মিয়ার লোকজন তাকে মারধর করেন। এ খবর সবুর মিয়ার লোকজন জানতে পারলে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে টেঁটার আঘাতে ঘটনাস্থলেই মোশাহিদ মিয়ার মৃত্যু হয়।
Related News

সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More