Main Menu

দেশের শ্রম অধিকার সুরক্ষায় সমর্থন করে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক:

বাংলাদেশে শ্রম অধিকার সুরক্ষায় সমর্থন করে যুক্তরাষ্ট্র। সেই সাথে গণতন্ত্রের অন্যতম প্রধান উপাদান শ্রমিকদের সংগঠন করা ও ইউনিয়ন গঠনের স্বাধীনতাকেও উৎসাহিত করে দেশটি। এ লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে শ্রমিকদের অবস্থার উন্নতির উপায় বিষয়ে আলোচনার জন্য সলিডারিটি সেন্টারের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস। শনিবার দূতাবাসের এক ফেসবুক পোস্টে লেখা হয়-

“রাষ্ট্রদূত হাস বাংলাদেশে শ্রমিকদের অবস্থার উন্নতির উপায় বিষয়ে আলোচনার জন্য সলিডারিটি সেন্টারের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে আনন্দিত। ইউএসএআইডি’র শ্রম অধিকার কর্মসূচির আওতায় ৬৮ লাখ ডলার সহায়তা বাংলাদেশের কারখানা শ্রমিক- যাদের মধ্যে আছে বহু নারী- তাদের জীবনকে আরো সমৃদ্ধ করে তুলতে সহায়তা করছে।”






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *