Main Menu

যুক্তরাজ্যের ওল্ডহাম কাউন্সিলে উড়লো বাংলাদেশের পতাকা

নিউজ ডেস্ক:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্যের ওল্ডহাম কাউন্সিলে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ৫১ বর্ষপূর্তী উপলক্ষে এমন আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা।
পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওল্ডহাম কাউন্সিলের মেয়র জেনি হ্যারিসন। এছাড়াও উপস্থিত ছিলেন ওল্ডহাম কাউন্সিলের ডেপুটি লিডার আব্দুল জব্বার, কাউন্সিলর আব্দুল মালিক, কাউন্সিলর নজরুল ইসলাম, কাউন্সিলর মহন আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওল্ডহামের প্রথম নারীর কাউন্সিলর রুজী সুরজান, ম্যানচেস্টারের অ্যাসিস্টেন্ট হাই কমিশনার কাজী জিয়াউল হাসানসহ বাঙালি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত সকলে বাংলাদেশের সাফল্য কামনা করেন এবং অনেক বাঙালি একসঙ্গে উপস্থিত হওয়ায় সেখানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সবাই একে অপরের খোঁজখবর নেন ও একে অপরকে শুভকামনা জানান।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *