লিবিয়ার সমুদ্ররক্ষীদের প্রশিক্ষণ দেবে না জার্মানি
নিউজ ডেস্ক:
লিবিয়ার সমুদ্ররক্ষীদের বিরুদ্ধে দেশটিতে থাকা অভিবাসীদের উপর নির্যাতনের অভিযোগ ওঠায় নতুন এক ঘোষণা দিয়েছে জার্মানি৷ দেশটির সীমান্তরক্ষীদের জার্মান সেনাবাহিনী আর প্রশিক্ষণ দেবে না বলে বুধবার জানিয়েছে বার্লিন৷
লিবিয়ার উপরে অস্ত্র নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ করা ইউরোপীয় ইউনিয়নের ‘অপারেশন ইরিনি’ মিশনে আরো একবছর অংশ নেয়ার সিদ্ধান্ত ঘোষণার পর একথা জানায় জার্মানি৷ খবর ইনফোমাইগ্রেন্টসের
‘‘লিবিয়ার উপকূলরক্ষী কয়েকটি ইউনিট বারবার শরণার্থী ও অভিবাসী এবং বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে অসদাচরণ করায় জার্মান সরকার লিবীয় উপকূলরক্ষীদের প্রশিক্ষণ দিতে জার্মান সেনাদের যুক্ত করা যৌক্তিক মনে করছে না,’’ বলেন জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আন্দ্রেয়া সাসে৷
লিবিয়ার উপকূলরক্ষীরা ইউরোপমুখী অভিবাসীদের উপর নির্যাতন চালাচ্ছে বলে সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিত অভিযোগ উঠছে৷
সাসে বলেন, ‘‘আমাদের কাছে অন্তত দুইটি ঘটনার বিস্তারিত বিবরণ আছে, যেখানে উপকূলরক্ষীরা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অবৈধ আচরণ করেছেন৷ ২০২১ সালের জুলাইয়ে ঘটনা দুইটি ঘটেছে৷’’
অপারেশন ইরিনির এক গোপন প্রতিবেদন চলতি মাসের শুরুর দিকে বার্তা সংস্থা এপির হাতে আসে৷ লিবীয় কর্তৃপক্ষ যে শরণার্থী ও অভিবাসীদের উপর মাত্রাতিরিক্ত শক্তি ব্যবহার করছে তা সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল৷ তা সত্ত্বেও অবশ্য প্রশিক্ষণ কর্মসূচি চালিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছিল৷
সাতবছর আগে লিবিয়া হয়ে ইউরোপমুখী অভিবাসীর ঢল নামলে লিবীয় উপকূলরক্ষীদের প্রশিক্ষণ দিয়ে তা সামলানোর পরিকল্পনা গ্রহণ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)৷ কিন্তু সেই উদ্যোগ নানা অভিযোগে প্রশ্নবিদ্ধ হয়৷
অপারেশন ইরিনিও সমুদ্রে ডুবতে বসা অভিবাসীদের উদ্ধারে খুব বেশি সহায়তা করে না বলে অভিযোগ রয়েছে৷ তবে এই অভিযোগের জবাবে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আন্দ্রেয়া সাসে বিশেষ কিছু বলেননি৷
জার্মান সরকারের মুখপাত্র স্টেফান হিবেস্টাইট অবশ্য জানিয়েছেন যে ভবিষ্যতে লিবিয়ায় অস্ত্র রপ্তানি ও দেশটি থেকে অবৈধ তেল রপ্তানির উপর নজরদারির পাশাপাশি মানবপাচার চক্র দমনেও সচেষ্ট থাকবে অপারেশন ইরিনি৷
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More