Main Menu

ভোলাগঞ্জ সাদা পাথর পানিতে ডুবে ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে ঘুরতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

তার নাম মোঃ জুনাইদ আহমদ (২৪)। সে নেত্রকোনা জেলার বরুনা গ্রামের মোঃ নিয়ামুল কবীরের ছেলে। জুনাইদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাষ্টার্সের ছাত্র।

পুলিশ সুত্রে জানা যায়, আজ ৩১ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী সাদা পাথর বেড়াতে আসেন। তারা সেখানে পানিতে গোসল করতে নামলে প্রচন্ড স্রোতে জুনাইদ আহমদ পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন অনেক খুঁজাখুঁজি করে বিকাল ৪টায় তার লাশ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী ঘটনাটি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরনের প্রস্তুতি চলছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *