Main Menu

কুলাউড়ায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তরুণ নিহত

নিউজ ডেস্ক:
মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক তরুণ নিহত হয়েছেন। রোববার (২৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান ফাহিম আহমদ (২২) নামের ওই তরুণ। ফাহিম উপজেলার মনসুর এলাকার শহরু মিয়ার ছেলে।

জানা যায়, রোববার রাত ৮টার দিকে ফাহিম উপজেলার রবিরবাজার থেকে মোটরসাইকেলযোগে কুলাউড়ায় আসছিলেন। রাউৎগাঁও এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন ফাহিম।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান।

 

বিষয়টি ফাহিমের বড় ভাই কুলাউড়া চৌমুহনী সিএনজি স্ট্যান্ডের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ  নিশ্চিত করেছেন।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ফাহিম মারা গেছেন বলে জেনেছেন। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *