মালয়েশিয়ায় বাংলাদেশি নির্মাণ কর্মীর মৃত্যু
নিউজ ডেস্ক:
মালয়েশিয়ায় কর্মস্থলে বালির ব্যারেলে পিষ্ট হয়ে এক বাংলাদেশি নির্মাণ কর্মী নিহত হয়েছেন। নিহত ওই কর্মীর নাম মোহাম্মদ আকমান (৪৮)। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দেশটির সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার বন্দর পিংগিরান সুবাংয়ের একটি নির্মাণাধীন সাইটে এই দুর্ঘটনা ঘটে।
সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে জরুরি ফোন কল পেয়ে ৫ জনের একটি রেসকিউ দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
স্থানীয় পুলিশ জানেয়েছে, সাইটে কাজ চলাকালীন সময়ে হঠাৎ চলন্ত বালির ব্যারেলের মেশিনের তারটি ছিঁড়ে আকমানের শরীরের ওপর পড়লে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যান তিনি। তার মরতেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় সুংগাই বুলোহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
তাৎক্ষণিকভাবে নিহত বাংলাদেশির পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More