গ্যাসের দাম ১১৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক: এবি পার্টি
নিউজ ডেস্ক:
গ্যাসের দাম ১১৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক ও জুলুম বলে অভিযোগ করেছে এবি পার্টি। মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও গরিব, দুঃখী, মধ্যবিত্তের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে সংগঠনের ঢাকা মহানগর উত্তর শাখার বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করেন সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। এ দিন পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
মঞ্জু বলেন, ‘একদিকে তেল, গ্যাস ও নিত্যপণ্যের দাম বাড়িয়ে মানুষের জীবনকে বিপর্যস্ত করে তোলা হয়েছে, অন্যদিকে সরকারি দলের নেতা-মন্ত্রীরা তামাশা ও উপহাস করছেন। তারা বলছেন, দেশে নাকি ভিক্ষুক দেখা যায় না। মানুষের আয় ও ক্রয় ক্ষমতা নাকি বেড়েছে।’
ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব ফিরোজ কবিরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আইনজীবী তাজুল ইসলাম, আসাদুজ্জামান ফুয়াদ, বিএম নাজমুল হক প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হয়ে মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিজয়নগরে এসে শেষ হয়।
Related News
বাংলাদেশি নার্স নেবে সৌদি আরব: তথ্য পাঠানোর আহ্বান বোয়েসেল’র
সৌদি আরবে আফরাস ট্রেডিং এন্ড কন্ট্রাকটিং কোম্পানিতে ফিমেল নার্সিং স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশি নার্স নিয়োগ দেয়াRead More
“সিন্ডিকেট ভাঙতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে”
“সিন্ডিকেট ভাঙতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে” শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়াRead More