১৪ দিন পর যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ
বিদেশবার্তা২৪ ডেস্ক:
কুষ্টিয়ার দৌলতপুরের বিলগাথুয়া সীমান্তে গুলিতে নিহত লিটন হোসেনের মরদেহ ১৪ দিন পরে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৯ মার্চ) বিকেল ৪টার দিকে জয়পুর সীমান্তের ১৫১/১৪এস সীমান্ত পিলারের কাছে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে লিটনের মরদেহ হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে ভারতের পক্ষে করিমপুর থানার অফিসার ইনচার্জ উমর ফারুখ, মেঘনা কোম্পানি কমান্ডার (এসি) রাজেশ টিকে লাকরা এবং বাংলাদেশের পক্ষে প্রাগপুর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আমজাদ হোসেন ও দৌলতপুর থানার এসআই জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
লিটনের মরদেহ তার পরিবারের পক্ষ থেকে ছোট ভাই শিপনের কাছে হস্তান্তর করা হয়।
নিহত লিটন হোসেন দৌলতপুর উপজেলার প্রাগপুরের বিলগাথুয়া গ্রামের মাঠপাড়ার আকবর বিশ্বাসের ছেলে।
গত ৫ মার্চ বিলগাথুয়া সীমান্ত দিয়ে ভারত থেকে একদল মাদক ব্যবসায়ী মাদক আনতে গেলে বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান লিটন হোসেন। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ।
এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান বলেন, আজ লিটনের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।
Related News
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট আয়োজিত পিস পোস্টার কনটেস্ট
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট আয়োজিত পিস পোস্টার কনটেস্ট আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালRead More
এতিম-সুবিধাবঞ্চিতদের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট ও চিটাগাং ক্লাসিক
এতিম-সুবিধাবঞ্চিতদের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট ও চিটাগাং ক্লাসিক আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্সRead More