Main Menu

নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৩ জন নিহত

নিউজ ডেস্ক:
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সংবাদপত্র বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার মরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ খালেদ মাহমদু খান। তবে প্রাথমিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

স্থানীয়রা জানান, ভোরে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল সংবাদপত্র পরিবহনকারী মাইক্রোবাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাস সামনে থাকায় অপর একটি গাড়িতে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হন। মাইক্রোবাসের চালক ছাড়া নিহত বাকি দুজন কোন গাড়ির যাত্রী ছিলেন, সেটি তারা জানাতে পারেননি এখন পর্যন্ত। এ সময় দুজন আহত হলে তাদের হাসপাতালে নেওয়া হয়। সূত্র: ঢাকা পোস্ট

ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) খালেদ মাহমদু খান বলেন, আহত দুজন নরসিংদী ও ভৈরবের ভিন্ন দুটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার পর বাসটিকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *