Main Menu

অধ্যাপক বেলাল আহমদের মৃত্যুতে দক্ষিণ সুরমা- ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ বাসিন্দাদের শোক

নিউজ ডেস্ক:
মাটি ও মানুষের বন্ধু অধ্যাপক বেলাল আহমদের মৃত্যুতে সিলেটের দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ এলাকার বাসিন্দার মানুষের শোক প্রকাশ।

ওসমানী স্মৃতি পরিষদের স্থায়ী কমিটির সদস্য। ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরামের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট। এসো আমরা জাগি বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি। সিলেট বিভাগীয় লেখক ফোরামের সম্মানিত প্রধান উপদেষ্টা। জাতীয় গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট এর সম্মানিত চেয়ারম্যান। উপদেষ্টা- বাংলাদেশ কৃষি পরিষদ ও সম্মিলিত সচেতন নাগরিক ফোরাম। প্রাথমিক ও গণশিক্ষা বিশেষজ্ঞ। বিশিষ্ট কবি ও লেখক। সিলেটের কৃতি সন্তান শিক্ষানুরাগী অধ্যাপক বেলাল আহমদ আর নেই।

সোমবার বাংলাদেশ সময় দুপুরে কুয়েতস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি আত্মীয় স্বজনসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, বিভিন্ন সংঘটন ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এক শোক বার্তায় নেতৃবৃন্দরা বলেন, অধ্যাপক বেলাল আহমদ ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক এবং দেশ ও সমাজের জন্য কাজ করে গেছেন।
নেতৃবৃন্দরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *