কানাডা থেকে যুক্তরাষ্ট্রের বিজনেস ভিসার জন্য আবেদন করবেন যেভাবে
বিদেশবার্তা২৪ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে সাধারনত অধিকাংশ কানাডিয়ান পড়াশোনা করতেই যান। তবে ব্যবসার জন্যও যাওয়ার সুযোগ রয়েছে। এর জন্য ওয়েবপেজ (http://canada.ca) এ যেতে হবে। আরও তথ্যের জন্য (visavisa.com) এ ভিজিট করতে পারেন।
ভিসা আবেদন ফি প্রদানের পর আপনার আবেদন পত্রটি উক্ত দেশের মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর এপয়েন্টমেন্টের লেটার দেয়া হবে ইন্টারভিউয়ের জন্য।
যুক্তরাষ্ট্র বিজনেস ভিসা কিভাবে পেতে পারি?
১.ভিসা আবেদন কেন্দ্রে আপনি যুক্তরাষ্ট্র ডিএস-১৬০ ভিসা আবেদন ফর্ম পাবেন।
২.ভিসা আবেদন ফি প্রদানের পর ভিসা অফিস থেকে একটি রিসিপ্ট প্রদান করা হবে।
৩.যুক্তরাষ্ট্র থেকে ভিসা ইন্টারভিউয়ের জন্য এপয়েন্টমেন্ট লেটার পাঠানো হবে।
৪.পূর্বেই করা পাসপোর্ট।
কানাডিয়ানরা যুক্তরাষ্ট্রে ব্যবসার জন্য যেতে পারে?
যুক্তরাষ্ট্রে সাধারনত অধিকাংশ কানাডিয়ান পড়াশোনা করতেই যান। এখানে নন-ইমিগ্রান্ট ভিসা পাওয়া তাদের পক্ষেই সম্ভব যারা ব্যবসা সম্পর্কিত সঠিক ডকুমেন্ট প্রদান করতে পারে। এ ভিসার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রে ব্যবসা করতে পারেন।
যুক্তরাষ্ট্র বি-১ ভিসার জন্য ব্যাংক ব্যালেন্স কত থাকতে হবে?
এটি সাধারণত আপনি যতদিন থাকবেন ততদিনের ওপর নির্ভর করে। সাধারনত ১৫ দিনের একটি ট্রিপের জন্য ৫০০০-১০০০ ডলার থাকতে হয়।
কানাডায় কি বিজনেস ভিসা চালু আছে?
হ্যা আছে।
বিজনেস ভিসায় আবেদনে কি কি করতে হবে?
১.ডিজিটাল ফটো।
২.বিজনেস ভিসা আবেদন ফর্ম পূরন করতে হবে।
৩. ভিসা আবেদন ফি প্রদান।
৪.বিজনেস ভিসা ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি গ্রহন।
কানাডায় থাকাকালে কি ভিসা আবেদন করতে পারব?
আবেদনের আগে নিচের শর্তগুলো পূরণ করতে হবে।
১.কমপক্ষে তিন বছর কানাডায় বাস করতে হবে।
২.পড়াশোনা করলে বৈধ স্টাডি ভিসা এবং কাজ করলে বৈধ ওয়ার্ক পারমিট ভিসা থাকতে হবে।
যুক্তরাষ্ট্র ভিজিট ভিসায় ব্যাংক স্টেটমেন্ট কত হতে হবে?
এ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রতিদিন থাকার জন্য ২৬৬ ডলার বরাদ্দ থাকতে হবে এবং সে অনুযায়ী ব্যাংক স্টেটমেন্ট হতে হবে।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More