লিবিয়া থেকে আরও ৭৪ বাংলাদেশিকে দেশে পাঠালো দূতাবাস
নিউজ ডেস্ক:
লিবিয়ার ৫৫ নং ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের মধ্য হতে দ্বিতীয় পর্যায়ে আরও ৭৪ জন বাংলাদেশি নাগরিককে আইওএম এর সহায়তায় দেশে ফেরত পাঠিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস।
আইওএম ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইট (UZ220) মেতিগা বিমানবন্দর হতে ০৯ মার্চ বিকেল ৫:০০ টায় বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। আজ ১০ মার্চ স্থানীয় সময় সকাল ০৮:০০ ঘটিকায় ঢাকায় অবতরণ করে।
লিবিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবর্তনকারী বাংলাদেশিদেরকে বিদায় জানান। এসময় তিনি ফ্লাইটটি পরিচালনার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এখানে উল্লেখ্য, দূতাবাসের পক্ষ থেকে বর্ণিত ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের মধ্য হতে প্রথম পর্যায়ে গত ০২ মার্চ ২০২২ তারিখে ১১৪ জনকে আইওএম এর সহযোগিতায় দেশে প্রত্যাবাসন করা হয়।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More