Main Menu

বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

নিউজ ডেস্ক:
হবিগঞ্জের বানিয়াচংয়ে গোয়ালঘরের গোবর পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিজিয়া আক্তার (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে বানিয়াচং উপজেলার ৪নং ইউনিয়নের অন্তর্গত যাত্রাপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিজিয়া আক্তার হলো যাত্রাপাশা গ্রামের বাসিন্দা মো. লাল মিয়ার স্ত্রী। তার ছোট্ট ৩ ছেলে রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার নিজ বাড়ির বসত ঘরের গোয়ালঘরে প্রতিদিনের ন্যায় কয়েকটি গরু ও চার্জ করার জন্য একটি মিশুক রাখা ছিল। সকাল সাড়ে ১১টার দিকে লাল মিয়ার স্ত্রী গোয়ালঘরের গোবর পরিষ্কার করতে চার্জে থাকা বিদ্যুৎপরিবাহী মিশুকে অসাবধানতাবশত মাথা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোয়ালঘরের মাটিতে পড়ে যান রিজিয়া। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত ডা. দেবাশীষ বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিজিয়া আক্তার নামের ওই মহিলা হাসপাতালে আসার পূর্বেই মারা গেছেন। পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *