বিশ্বনাথে বৃটেনের কিগলীর সাবেক প্যানেল মেয়র ফুলজার সংবর্ধিত
নিউজ ডেস্ক:
বৃটেনের কিগলী সিটির সাবেক প্যানেল মেয়র ফুলজার আহমদকে সিলেটের বিশ্বনাথে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৭ মার্চ) উপজেলার ভাটশালা গ্রামে যুক্তরাজ্য প্রবাসী হাজী জিতু মিয়া ও পংকি মিয়ার উদ্যোগে ওই সংর্বধা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বৃটেনের কিগলী সিটির সাবেক প্যানেল মেয়র ফুলজার আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রবাসীরা বিদেশে থাকলেও দেশের প্রতি প্রত্যেক প্রবাসীর রয়েছে নাড়ীর টান। জন্মভূমির টানে সব প্রবাসীরাই দেশের উন্নয়নে আন্তরিক। আন্তরিকতার মধ্য দিয়ে তারা সব সময় দেশের কাজ করেন।
যুক্তরাজ্য প্রবাসী হাজী জিতু মিয়ার সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃটেনের কিগলী সিটির কাউন্সিলর আশরাফ মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ কবির মিয়া, শামীম আহমদ, রুহেল মিয়া, সাইফুর ইসলাম, ব্রাডফোর্ড’র সহ সভাপতি পংকি মিয়া, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, মহব্বত আলী, আলতাব হোসেন, সদস্য আব্দুল রুশন চেরাগ আলী, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রুপ, ব্যবসায়ী খসরু মিয়া।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More