ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, অতঃপর আত্মহত্যা

নিউজ ডেস্ক:
রাজধানীর হাতিরঝিলের বড় মগবাজার এলাকায় মিনু বেগম (৫০) নামে এক নৃত্যশিল্পী আত্মহত্যা করেছেন। পরিবার বলছে, প্রেমিকের সঙ্গে ঝগড়া করে গতকাল (৫ ফেব্রুয়ারি) রাতে তিনি আত্মহত্যা করেন।
রোববার (৬ মার্চ ) দুপুরে মিনুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
নিহতের ভাই ফারুক বলেন, নিলয় নামের এক প্রবাসীর সঙ্গে প্রেম ছিল মিনুর। ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। তাদের মধ্যে ঝগড়া হলে গতকাল রাতে মিনু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
তিনি আরও জানান, ১৫ বছর আগে আমার বোনের বিয়ে হয়েছিল। পরে ওই স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। মিনু বিএফডিসিতে নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক এসআই হারুন অর রশীদ জানান, গতকাল রাতে আমরা খবর পেয়ে বড় মগবাজারের ৬ তলায় যাই। সেখান থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, নিলয় নামে সৌদি প্রবাসী একজনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল তাদের ঝগড়া হয়। এরপর তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সূত্র: ঢাকা পোস্ট
Related News

মোহাম্মদপুরে আবারও কিশোর গ্যাংয়ের চাপাতির তাণ্ডব, একই পরিবারের ৬ জন আহত
রাজধানীর মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও এলোপাতাড়ি চাপাতির কোপে অন্তত ৬ জনRead More

জৈন্তাপুরে আওয়ামীলীগ নেতা আবদুল হান্নানের হুংকারঃ নেত্রী আসবেন; আপনারা আমাদের কথামত চলেন।
মিডিয়া ডেস্কঃ স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার আওয়ামীলীগ নেতা আবদুল হান্নান আওয়ামীলীগেরRead More