ইউক্রেনে আটকা এক বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারত

নিউজ ডেস্ক:
ইউক্রেন: রুশ হামলায় বিপর্যস্ত দেশ ইউক্রেন থেকে ভারতীয়দের পাশাপাশি এক বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারত।
শুক্রবার (০৪ মার্চ) সন্ধ্যায় নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এ কথা জানান।
এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেছিলেন, ইউক্রেনের বিভিন্ন স্থানে আটকে থাকা ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশিদের উদ্ধার করতে ভারতকে বাংলাদেশ অনুরোধ জানিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা সব সময় আমাদের প্রতিবেশীসহ অন্যদের সহযোগিতা করতে চাই। মাঠ পর্যায় থেকে সাহায্যের অনুরোধ এলে আমরা তা বিবেচনা করি।
তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ১৬টি ফ্লাইটে করে ইউক্রেন ছেড়ে আসা অধিকাংশ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হবে। ভারতীয়দের ফিরিয়ে আনার চাপ কমে আসছে। এখন অন্য দেশের নাগরিকদেরও উদ্ধার সম্ভব হবে।
উল্লেখ্য, ভারত ইউক্রেনে তার নাগরিকদের উদ্ধারে ‘অপারেশন গঙ্গা’ পরিচালনা করছে। এর আগে ভারত ইয়েমেনে সশস্ত্র সংঘাতের সময় ভারতীয়দের পাশাপাশি বেশ কয়েকজন বাংলাদেশিকেও উদ্ধার করেছে। ২০২০ সালে চীনের উহানে কভিড মহামারি শুরুর পর ওই দেশ থেকেও বেশ কয়েকজন বাংলাদেশিকে ভারত তার ফ্লাইটে করে ফিরিয়ে এনেছিল।
Related News

পাকিস্তানকে আইএমএফ-এর ঋণ দেওয়া কেন ঠেকাতে পারেনি ভারত?
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গত সপ্তাহে পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলারের ‘বেলআউট প্যাকেজ’ (সহায়তাRead More

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More