ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের যৌথ সভা

নিউজ ডেস্ক:
ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল এর মধ্যে আন্তঃস্কুল সহযোগিতা সভা সম্পন্ন হয়েছে।
গত ১লা মার্চ জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঝিনাইদহ ক্যাডেট কলেজের ক্যাপ্টেন মুহাইমিনুল হকের নেতৃত্বে শিক্ষকমন্ডলী ও ৪৮ ক্যাডেট অংশগ্রহন করেন। জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের প্রিন্সিপাল বি.কে. ভারদ্বাজ, ভাইস প্রিন্সিপাল রোমানা চৌধুরী, শিক্ষক ও শিক্ষার্থী্রা উপস্থিত ছিলেন।
সভায় জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল ও ঝিনাইদহ ক্যাডেট কলেজ এর মধ্যে আন্তঃস্কুল সহযোগিতার ব্যাপারে উভয় প্রতিষ্ঠানের প্রধানরা সম্মতি জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, দেশের খ্যাতিমান শিল্পপতিদের দ্বারাপ্রতিষ্ঠিত এ জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল সিলেট শহরের অদূরে জৈন্তাপুরের শ্রীপুরে মেঘালয় পাহাড়ের পাদদেশে ১৫০ একর পাহাড়িভূমিতে শৈল্পিক অবকাঠামো নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এ প্রতিষ্ঠানে বাংলাদেশ এবং ভারতের শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছাত্রদের একাডেমিক উৎকর্ষতা ও নৈতিক মূল্যবোধের উন্নয়নে ভবিষ্যত নেতৃত্ব গড়েতোলার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
Related News

জৈন্তাপুরে আওয়ামীলীগ নেতা আবদুল হান্নানের হুংকারঃ নেত্রী আসবেন; আপনারা আমাদের কথামত চলেন।
মিডিয়া ডেস্কঃ স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার আওয়ামীলীগ নেতা আবদুল হান্নান আওয়ামীলীগেরRead More

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট আয়োজিত পিস পোস্টার কনটেস্ট
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট আয়োজিত পিস পোস্টার কনটেস্ট আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালRead More