Main Menu

ফেব্রুয়ারিতে কমেছে প্রবাসী আয়

নিউজ ডেস্ক:
গেল জানুয়ারির তুলনায় সদ্য বিদায়ী ফেব্রুয়ারিতে ২১ কোটি ডলার বা এক হাজার ৭৩৪ কোটি টাকা রেমিট্যান্স কম এসেছে। বলা যায়, ধারাবাহিকভাবে প্রবাসী আয় কমছে।

সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা ফেব্রুয়ারি মাসে ১৪৯ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স পাঠান। এটি টাকার হিসাবে (এক ডলার ৮৬ টাকা ধরে) ১২ হাজার ৮৬৫ কোটি টাকা। আর জানুয়ারিতে ১৭০ কোটি ৪৩ লাখ ডলার বা ১৪ হাজার ৬০০ কোটি টাকা পাঠিয়েছিল প্রবাসীরা।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স করোনা মহামারির মধ্যে যেভাবে এসেছিল গত ১৭ দিনে সেই প্রবণতা কমেছে। চলতি মাসে ১৭ দিনে ৬৮ কো‌টি ৫৪ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্র‌তি ডলার ৮৬ টাকা ধ‌রে ৫ হাজার ৮৯৫ কোটি টাকা এসেছে। গত বছরের তুলনায় একই সময়ের চেয়ে প্রায় অর্ধেক।

এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারি প্রথম ১৮ দিনে ১২৭ কো‌টি ৭৬ লাখ মার্কিন ডলার প্রবাসীরা দেশে পাঠায়। প্র‌তি ডলার ৮৫ টাকা ধ‌রে যার পরিমাণ ছিল ১০ হাজার ৮৬০ কোটি টাকা।

তবে খাত সংশ্লিষ্টরা বল‌ছেন, করোনা মহামারির শুরুর দিকে প্রবাসীদের জমানো টাকা ২০২১ সালে দেশে পাঠিয়েছিল। অনেকে চাকরি হারিয়ে ও ব্যবসা বন্ধ করে দেশে ফেরেন। এতে চলতি বছরে রেমিট্যান্স কমেছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *