দেড় মাস মর্গে পড়েছিল প্রবাসীর মরদেহ, অবশেষে ইতালিতেই দাফন
নিউজ ডেস্ক:
অবশেষ মৃত্যুর ৪৫ দিন পর ইতালিতেই দাফন করা হলো প্রবাসী বাংলাদেশি আব্দুল হাইকে (৪৪)। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তাকে ইতালিতেই দাফন করা হয়। পরিবারের সদস্যদের অনুমতি নিয়ে সেখানে দাফন করা হয়। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।
এ ক্ষেত্রে আর্থিক সহযোগিতা করে রোমের দূতাবাসসহ অন্যান্য প্রবাসী বাংলাদেশিরা।
জানা যায়, আব্দুল হাইয় দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ জানুয়ারি মারা যান। পরে সামাজিক সংগঠন ইল ধূমকেতুর কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, ‘আব্দুল হাই নামে এক বাংলাদেশির মরদেহ দীর্ঘ ৪৫ দিন ধরে মর্গে পড়ে আছে’।
হাইয়ের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মরদেহ ইতালিতে দাফন করার অনুমতি দেন।
নুরে আলম সিদ্দিকী বলেন, যারা আর্থিক সহযোগিতায় এগিয়ে এসেছেন বিশেষ করে রোম দূতাবাসসহ প্রবাসী বাংলাদেশিরা, তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে আগামী শুক্রবার মসজিদে উম্মাহতে দোয়ার ব্যবস্থা করা হবে।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More