Main Menu

সিলেটে ৩০ কার্টুন যৌন উত্তেজক ওষুধ-সিরাপ উদ্ধার

নিউজ ডেস্ক:
সিলেট নগরীর লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান যৌন উত্তেজক ঔষধ ও সিরাপ জব্দ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভিন্ন ভিন্ন অপরাধে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সিসিকের রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন।

 

লালদিঘীর পাড় এলাকার আনজুমা এন্টারপ্রাইজ নামের দোকানে বেআইনিভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক ঔষধ-সিরাপ বিক্রি করে আসছিলেন এর ব্যবসায়ী। সিসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দোকান থেকে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনুমোদনবিহীন ৩০ কার্টন যৌন উত্তেজক ওষুধ জব্দ এবং আনজুমা এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেআইনিভাবে রাস্তা দখল করে ব্যবসা ও গাড়ি পার্কিং করার অপরাধে আরো ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা ও ১৬ হাজার টাকা জরিমানা করেণ সিসিকের ভ্রাম্যমান আদালত।

অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল ও সিসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *