Main Menu

বানিয়াচংয়ে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের বানিয়াচংয়ে শুটকী ব্রীজের উত্তর পাশে ড্রাইভারশনের ইটসলিং রাস্তার উপর ২০ফেব্রুয়ারী রাত ৮টার সময় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত কুখ্যাত ডাকাত জুয়েল মিয়াকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।

২২ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনে’র দিক-নির্দেশনায় এসআই (নিঃ) শামছুল ইসলাম, এসআই মনিরুল ইসলাম, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই তোহাসহ সংগীয় ফোর্সের সহায়তায় নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বানিয়াচং উপজেলার ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের দোয়াখানী মহল্লার মৃত: আব্দুল্লাহ মিয়ার ছেলে জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে গত ২০ফেব্রুয়ারী রাত ৮টার সময় হবিগঞ্জ চৌধুরী বাজারের আলুর ব্যবসায়ী হাফিজুর রহমান ও তাহার ম্যানেজার বিক্রম শুক্ল বৈদ্যকে (২২) মারধর করে নগদ অর্থ ও মোবাইল ডাকাতি করে নিয়ে যায়।

থানা পুলিশ জানায়,ওই ডাকাতির ঘটনা সহ একাধিক ডাকাতি মামলা রয়েছে ডাকাত মোঃ জুয়েল মিয়ার বিরুদ্ধে।

আসামী জুয়েল মিয়ার বিরুদ্ধে ডাকাতি মামলা রুজু করেছে বানিয়াচং থানা পুলিশ । আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *