নগরীর মেট্রোসিটি উইমেন্স কলেজে ভাষা দিবস পালিত
নিউজ ডেস্ক:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সিলেট মেট্রোসিটি উইমেন্স কলেজ।
আজ সোমবার অধ্যক্ষ আহমদ সালেহ বিন মালিক এর সভাপতিত্বে নগরীর শাহজালাল উপশহরস্থ কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আয়কর আইনজীবি ও কলেজের নির্বাহী পরিচালক বাহা উদ্দিন বাহার।
এতে আরো বক্তব্য রাখেন, কলজের অর্থনীতি বিভাগের সিনিয়র প্রভাষক মাজহারুল হক সালমান, বিক্রম দে,মোস্তফা শাহাদাত আদনান,রাকিবুল হাসান মিলন, নাফিসা তাবাসসুম দিলরুবা এমি।
সভায় বক্তারা বলেন, একুশের ধারাবাহিকতায় আমাদের আজকের স্বাধীনতা।
স্বাধীনতার পেছনে বায়ান্নর ভাষা আন্দোলনের অবদানকে অস্বীকার করার উপায় নেই।
তারা বলেন,বায়ান্নর আগে থেকে ভাষা আন্দোলন দানা বাঁধতে থাকে।
বায়ান্নতে তা চূড়ান্ত পর্যায়ে রূপ নেয়। তারই ধারাবাহিকতায় ছয় দফা, গণঅভ্যুত্থ্যান ও চূড়ান্ত স্বাধীনতা অর্জন।
বক্তারা বলেন, ভাষার জন্য জীবন উৎসর্গ করার কারণেই একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More