ছাতকে যুবলীগ নেতার লাশ উদ্ধার
নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের ছাতকে মিজান খাঁ (২৫) নামের এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) নোয়ারাই ইউনিয়নের জোড়াপানি গ্রাম সংলগ্ন লাফার্জ-হোলসিম কলোনির সামনের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মিজান খাঁ নোয়ারাই ইউনিয়নের বন্দেরগাঁও গ্রামের মনির খাঁর পুত্র ও লাফার্জ-হোলসিম সিমেন্ট কোম্পানির অস্থায়ী শ্রমিক। ইউনিয়নের ২ নং ওয়ার্ডে যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দ্বায়িত্বে ছিলেন তিনি।
বুধবার বিকেলে সে কোম্পানিতে ডিউটি করতে যায়। রাতে ডিউটি শেষে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা রাস্তায় তাকে খুন করে ডোবার পানিতে ফেলে দিয়েছে এমন ধারণা করছেন স্থানীয়রা।
তার গায়ে লাফার্জ-হোলসিম কোম্পানির ড্রেস রয়েছে এবং তার ব্যবহৃত বাইসাইকেলটি ও ডোবার পাশে পাওয়া গেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More