অনলাইন প্রেসক্লাবের সহযোগিতায় “এন আর বি” ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
নিউজ ডেস্ক:
সিলেট অনলাইন প্রেসক্লাবের সহযোগিতায় নগরীর বন্দরবাজারস্থ মধুবন মার্কেটের কর্মচারীদের মাঝে “এন আর বি” ব্যাংকের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।গতকাল বুধবার রাতে শীতার্ত কর্মচারীদের মাঝে এ শীতবস্ত্র প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী,সহ-সভাপতি ও দৈনিক আলোকিত সিলেট এর নির্বাহী সম্পাদক গোলজার আহমদ হেলাল, একাত্তর টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ,দৈনিক আমাদের অর্থনীতি ও নিরাপদ নিউজের সিলেট ব্যুরো প্রধান জহিরুল ইসলাম মিশু, সিলেট প্রতিদিন এর সম্পাদকr সাজলু লস্কর,দৈনিক শ্যামল সিলেট এর মফস্বল ইনচার্জ দেবব্রত রায় দীপন,নিউজ চেম্বার এর নির্বাহী সম্পাদক এম এ ওয়াহিদ চৌধুরী,সিলেট নিউজ ওয়ার্ল্ডের স্টাফ রিপোর্টার মো. আলমগীর আলম ও সিলেট এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার তাসলিমা খানম বীথি,সিলটিভি’র স্টাফ রিপোর্টার ফাইজা রাফা প্রমুখ।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More