লিও ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট লিও দাইয়ান আহমদকে বিদায়ী সংবর্ধনা
নিউজ ডেস্ক:
লিও ক্লাব অব সিলেট এর ব্লাড ডোনেশন প্রোগ্রাম দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। ক্লাবের লিও সদস্যরা সেচ্ছায় রক্ত দান করেন। তারপর জেনারাল মিটিং এর মধ্যে দিয়ে ক্লাব এর সম্মানিত প্রেসিডেন্ট লিও দাইয়ান আহমদ কে বিদায় দেওয়া হয়। উপস্থিত বক্তারা বলেন ক্লাব প্রেসিডেন্ট লিও দাইয়ান আহমদ একজন আপাদমস্তক একজন লিও সেবক। তার আমেরিকা যাএা শুভ হক এটাই সবাই কামনা করেন। এসময় প্রেসিডেন্ট দাইয়ান আহমদ এর পরিচালনায় এবং সেক্রেটারি এস.কে নাঈমুল ইসলাম এর সঞ্চালনায় জেনারাল মিটিং এর আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সিলেটের সম্মানিত প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট এডভাইজার লায়ন মুহিতুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সম্মানিত ডিসট্রিক্ট প্রেসিডেন্ট এডভাইজার ও লিও ক্লাব সিলেট এর পাস্ট প্রেসিডেন্ট ও ডাইরেক্টর লিও আশরাফুল আহমদ। আইপিপি লিও শায়েল আহমদ। ভাইস প্রেসিডেন্ট লিও ইমন আলী,
জয়েন্ট সেক্রেটারি লিও ইমরান আলী ও লিও সামিয়া আক্তার লিনা,ট্রেজারার লিও ইসরাত জাহান,জয়েন্ট ট্রেজারার ইমন হোসাইন, টেমার লিও সাজু, টেইল টুইস্টার লিও সাব্বির। ক্লাব এর অন্যান্য সদস্যরা হলেন লিও শাহজাহান, লিও রাফি, লিও জনি, লিও আজিম, লিও রহিম। প্রেসিডেন্ট লিও দাইয়ান আহমদ কে সম্মাননা ক্রেস্ট প্রধান এর মধ্যে দিয়ে প্রোগ্রামের সমাপ্তি হয়।
Related News
অভিজ্ঞতা ছাড়াই চাকরী দেবে দারাজ
অভিজ্ঞতা ছাড়াই চাকরী দেবে দারাজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দারাজ বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি ডেলিভারি ম্যানRead More
সাংবাদিক দীপনের পিতার মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক
নিউজ ডেস্ক: ক্লাব সদস্য দেবব্রত রায় দীপনের পিতা বিশিষ্ট সমাজসেবী ক্ষিতিন্দ্র মোহন রায়ের মৃত্যুতে সিলেটRead More