Main Menu

গোয়াইনঘাটে ডেংরী মাদ্রাসায় প্রবাসীদের বেঞ্চ ও কোরআন প্রদান

নিউজ ডেস্ক:

গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ীতে মার্কাজুল উলুম হাটগ্রাম নগর ডেংরী হাফিজিয়া মাদ্রাসায় আমেরিকা প্রবাসীদের সহায়তায় বেঞ্চ,টুল ও শিক্ষার্থীদের কোরআন প্রদান করা হয়েছে।

আমেরিকা প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব,নিউইয়র্কের সবচেয়ে পুরাতন বড় মসজিদের সহ-সভাপতি খলিল আহমদের অর্থায়নে বেঞ্চ,টুল ও বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব জুবায়ের চৌধুরী কর্তৃক কোরআন শরীফ প্রদান উপলক্ষে আজ (৮ ফেব্রুয়ারী) মঙ্গলবার দুপুর ২টায় মাদ্রাসার হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল মুমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, দৈনিক আলোকিত সিলেটের নির্বাহী সম্পাদক,সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি ও বৃহত্তর জৈন্তা কল্যাণ পরিষদের চেয়ারম্যান গোলজার আহমদ হেলাল,বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট বিভাগীয় প্রতিনিধি সৈয়দ আকরাম আল সাহান,অনলাইন গণমাধ্যম সিলেটের কন্ঠের সম্পাদক শাকির আহমদ,মাদ্রাসার শিক্ষক
মাওলানা আব্দুল গাফ্ফার প্রমুখ।এছাড়া উক্ত সভায় এলাকার মুরুব্বীসহ মাদ্রাসার শিক্ষক মাও. শফিকুর রহমান ,মাও. নিজাম উদ্দিন,মাও.হাফেজ আব্দুল্লাহ,মাও. ফয়সাল আহমদ, মাও. শামীম আহমেদ,মাস্টার আনসার আহমদ,আলেমা.শিক্ষীকা.সুলতানা,আলেমা.শিক্ষীকা.লায়লা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুদান প্রদান অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন,সিলেটের কৃতি সন্তান, আমেরিকা প্রবাসী সাংবাদিক, বিশিষ্ট ব্যবসায়ী,যুব ও ক্রীড়া সংগঠক ,সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির সাবেক সদস্য জাবেদ আহমদ।
সভা শেষে প্রবাসী খলিল আহমদের প্রদানকৃত বেঞ্চ মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর এবং প্রবাসী জুবায়ের চৌধুরীর প্রদানকৃত কোরআন শিক্ষার্থীদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *