কুড়িয়ে পাওয়া টাকা মসজিদে দেওয়া যাবে কি?
ধর্ম ডেস্ক:
একদিন বাসা থেকে মসজিদে যাচ্ছিলাম। পথিমধ্যে এক চাচা ডেকে বললেন, এই টাকাটা মসজিদে দিয়ে দিও। আমি বললাম, চাচা! কীসের টাকা? তিনি বললেন, ‘রাস্তায় পড়েছিল। আমি কুড়িয়ে পেয়েছি।’ তারপর আমি সেই টাকা মসজিদে দিয়ে দিই। এই কথা শুনে জনৈক ব্যক্তি বললেন, পড়ে পাওয়া টাকা মসজিদে দিতে নেই।
এখন আপনাদের কাছে আমার জানার বিষয় হলো- আসলেই কি পড়ে পাওয়া টাকা মসজিদে দিতে নেই? আমরা তো অনেক সময় পথে-ঘাটে টাকা-পয়সা পেলে— তা মসজিদে দিয়ে দিই। এ ব্যাপারে শরিয়তের হুকুম ও বিধান কী? একটু জানিয়ে বাধিত করবেন।
এই প্রশ্নের উত্তর হলো- ওই ব্যক্তি ঠিকই বলেছেন। পড়ে পাওয়া টাকা মসজিদে দেওয়া বৈধ নয়। যথাযথ পন্থায় প্রচারের পর মালিকের সন্ধান না পেলে— তখন তা কোনো গরিবকে সদকা করে দিবে; কিন্তু মসজিদে দেওয়া যাবে না। কারণ, মসজিদে কেবল কোনো ব্যক্তির নিজ মালিকানাধীন হালাল টাকা দেওয়া যায়।
তথ্যসূত্র : ফাতহুল কাদির : ৫/৩৫২; আল-বাহরুর রায়েক : ৫/১৫৩; তাবয়িনুল হাকায়িক : ৪/২১২; আদ্দুর আল-মুখতার : ৪/২৭৯
প্রশ্নটি করেছেন : আহসান হাবীব, উত্তরা, ঢাকা
Related News
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More