সিলেটে যুবককে কুপিয়ে হত্যা
নিউজ ডেস্ক:
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়খেওড় এলাকায় ফরিদ উদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বড়খেওড় গ্রামের এফআইবিডিবি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
কানাইঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফরিদ উদ্দিন উপজেলার খাসাড়ীপাড়া গ্রামের রফিক উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদ উদ্দিন তার ভায়রা শাহিন আহমেদের সঙ্গে মোটরসাইকেলযোগে স্থানীয় বড়খেওড় এফআইবিডিবি স্কুলের সামনে আসেন। এ সময় সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে ফরিদ উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা ফরিদ উদ্দিনের দুই পা ও হাত অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। এতে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ফরিদ উদ্দিনের সঙ্গে থাকা তার ভায়রা শাহীন আহমদও গুরুতর আহত হন।
কানাইঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। ঘটনাটি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এ ঘটনায় যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনা হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ঢাকা পোস্ট
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More