সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে ৪জন নিহত
নিউজ ডেস্ক:
মাদারীপুরের শিবচর উপজেলায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা এক্সপ্রেস হাইওয়ের বাঁচামারা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় কার দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারকারীদের পিষে দেয় আরেকটি বাস।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, একটি প্রাইভেটকার হাইওয়ে হয়ে বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল। এসময় প্রাইভেটকারটি বাঁচামারা এলাকায় এলে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের দুই যাত্রী নিহত হয়। এসময় স্থানীয়রা উদ্ধার করতে গেলে পেছন থেকে আসা আরও একটি যাত্রীবাহি বাস দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারে দ্বিতীয়বার ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত হয় আরও তিনজন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন নিহত হয়।
আহতদের উদ্ধার করে প্রথমে পাচ্চর রয়েল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও প্রাইভেটকার যাত্রী আশিকুর রহমান বলেন, আমাদের প্রাইভেট কারকে প্রথমে একটি যাত্রীবাহী গাড়ি ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই একজন নিহত হয়। পরে পিছন থেকে আসা আরও একটি যাত্রীবাহী বাস আবার ধাক্কা দিলে আরও তিনজন মারা যায়।
আহত তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
Related News
বাংলাদেশি নার্স নেবে সৌদি আরব: তথ্য পাঠানোর আহ্বান বোয়েসেল’র
সৌদি আরবে আফরাস ট্রেডিং এন্ড কন্ট্রাকটিং কোম্পানিতে ফিমেল নার্সিং স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশি নার্স নিয়োগ দেয়াRead More
“সিন্ডিকেট ভাঙতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে”
“সিন্ডিকেট ভাঙতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে” শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়াRead More