Main Menu

শাবি উপাচার্যের পদত্যাগের দাবি না মানলে আমরণ অনশন

নিউজ ডেস্ক:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনার প্রতিবাদে চলমান আন্দোলনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বেধে দেওয়া সময়ের মধ্যে দাবি না মেনে নিলে আমরণ অনশনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত সোয়া ১০টায় সাংবাদিকদের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে আমরা এই উপাচার্যের পদত্যাগ দাবি করছি। যতক্ষণ না উপাচার্য পদত্যাগ না করছে ততক্ষণ আমাদের আন্দোলন চলমান থাকবে। একই সঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থ প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টাকে বিনাশর্তে পদত্যাগ এবং শিক্ষার্থীদের ওপর হামলার পর শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে।

তারা বলেন, বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার আগে আমাদের দাবি মেনে নিতে হবে। যদি বেধে দেওয়া এই সময়ের মধ্যে আমাদের দাবি না পূরণ করা হয় তাহলে আমরা আমরণ অনশনের ঘোষণা দিচ্ছি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *