Main Menu

ইউএসএ পাওয়ার ভার উত্তোলন প্রতিযোগিতায় বাংলাদেশির সাফল্য

বিদেশবার্তা২৪ ডেস্ক:
ইউএসএ পাওয়ার ভার উত্তোলন প্রতিযোগিতায় আমেরিকায় সাফল্য পেয়েছেন মো: মুঈদুল। তিনি নর্থ ইষ্ট ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়ার বাসিন্দা।

মো: মুঈদুল ইউএসএ পাওয়ার ভার উত্তোলন প্রতিযোগিতায় (USA Powerlifting HS / Collegiate / Youth State Championships – Jan 15th, 2022 Sanction # PA-2022-01), পেনসেলভেনিয়া রাজ্যর মধ্য এ প্রথম (First) স্থান অধিকার করেছে। গত বৎসর একই প্রতিযোগিতায় তিনি তৃতীয় (Third)স্থান অধিকার করেছিলেন।

মুঈদ নর্থ ইষ্টের বাসিন্দা, বিটিএসপি’র প্রধান উপদেষ্টা, বেসাপের সাবেক উপদেষ্টা এবং ফিলাডেলফিয়া ট্রাই কাউন্টি আওয়ামী লীগের প্রেসিডন্ট খায়ের মোহাম্মদ মিয়ার ছোট ছেলে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *