Main Menu

পরকীয়ার কারণে নারীকে ১০০ পুরুষকে ১৫ বেত্রাঘাত

আন্তর্জাতিক ডেস্ক:
ঘটনাটি ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের। সেখানে পরকীয়া করার অপরাধে প্রকাশ্যে এক নারীকে ১০০ এবং পুরুষকে ১৫ বার বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তাদের এ শাস্তি দেওয়া হয়। খবর এফপির।

জানা গেছে, ২০১৮ সালে ওই যুগলকে একটি পাম বাগানে ঘনিষ্ঠ অবস্থায় আটক করা হয়। এরপর আচেহ প্রদেশের আদালতে হাজির করা হয়। সেখানে

জবানবন্দিতে ওই নারী বিয়ে বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি তদন্তকারীদের কাছে স্বীকার করেছেন। তবে ওই পুরুষকে দোষী সাব্যস্ত করা কঠিন ছিল কারণ তিনি নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন।

সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউটর বলেন, ‘স্ত্রী না হওয়ায় অন্য নারীর প্রতি প্রীতি দেখানোয় ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে।’ যদিও বিচারে নারীকে বেশি বেত্রাঘাতের শাস্তি ও পুরুষকে কম শাস্তির বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। সূত্র : বিডি-প্রতিদিন






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *