শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি
নিউজ ডেস্ক:
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়ার চার বিচারপতির মধ্যে তিন বিচারপতি শপথ নিয়েছেন। রোববার (৯ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।
শপথ নেওয়া তিন বিচারপতি হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।
অপর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার শপথ পরে পাঠ করাবেন প্রধান বিচারপতি।
এর আগে শনিবার (৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ দেন। আজ (রোববার) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে বর্তমানে আপিল বিভাগে চার বিচারপতি রয়েছেন। অন্য তিনজন হলেন- বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান। আপিল বিভাগে নতুন চার বিচারপতি নিয়োগ দেওয়ায় বিচারপতির সংখ্যা দাঁড়াল আট জনে।
Related News
লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশযাত্রার দিনক্ষণRead More
বাংলাদেশি নার্স নেবে সৌদি আরব: তথ্য পাঠানোর আহ্বান বোয়েসেল’র
সৌদি আরবে আফরাস ট্রেডিং এন্ড কন্ট্রাকটিং কোম্পানিতে ফিমেল নার্সিং স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশি নার্স নিয়োগ দেয়াRead More