শীতকালে কানটুপি পরে সিজদা দিলে নামাজ আদায় হবে কি?
ইসলাম ডেস্ক:
প্রশ্ন: শীতকালে আমাদের এলাকায় কানটুপি পাওয়া যায়, যা পরিধান করলে সাধারণত কপাল ঢেকে যায়। প্রশ্ন হলো— কানটুপি পরে কপাল ঢাকা অবস্থায় সিজদা করলে সিজদা আদায় হবে কি?
উত্তর: টুপি ইত্যাদি দ্বারা কপাল আবৃত অবস্থায় সিজদা করা অনুত্তম। নাফে (রহ.) বলেন, আবদুল্লাহ ইবনে উমর (রা.) পাগড়ির পেঁচ (কপাল থেকে) না সরিয়ে তার ওপর সিজদা করা অপছন্দ করতেন। (আলআওসাত ৩/৩৪৩)
ইবরাহিম নাখায়ি (রহ.) বলেন, (সিজদার সময়) কপাল খুলে রাখা আমার কাছে বেশি পছন্দনীয়। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ২৭৭৬)
তাই নামাজের আগে এ ধরনের টুপি কপাল থেকে সরিয়ে নেওয়া উচিত। অবশ্য এভাবে সিজদা করলেও তা সহিহ হবে এবং নামায আদায় হয়ে যাবে।
তথ্যসূত্র: আদ্দুররুল মুখতার ১/৫০০; শরহুল মুনইয়াহ ২৮৬-২৮৭; আলমুহিতুল বুরহানি ২/৮৩; খুলাসাতুল ফাতাওয়া ১/৫৯
Related News
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More