Main Menu

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক:
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়েছে শনিবার আখালিয়াস্থ মোহাম্মদী এলাকায়। এ সময় গরীব দুঃস্থ অসহায় শতাধিক মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান মোহাম্মদ সামছুদ্দিন এর সভাপতিত্বে জনাকীর্ন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজের প্রিন্সিপাল মো আবিদুর রহমান। গুরুত্বপূর্ণ বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধে অবদানকারী শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল আর্থ মানবতার কল্যাণে ৪২বছর থেকে আন্তরিকভাবে কাজ করে আসছে। তিনি এই ক্লাবের অব্যাহত অগ্রগতি কামনা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। ক্লাবের এসাইন এসিসটেন্ট গভর্ণর রোটারীয়ান পিপি এম এ রহিম এর পরিচালনায় এই মানবিক প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিসনাল ল্যাফটেনেন্ট গভর্ণর রোটারীয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, কুশিয়ারা জোনের জোনাল কো-অর্ডিনটর রোটারীয়ান পিপি ফয়সল করিম মুন্না, ডেপুটি গভর্ণর রোটারীয়ান পিপি নজরুল ইসলাম ও এসিসটেন্ট গভর্ণর রোটারীয়ান পিপি সাব্বির আহমদ। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রোটারীয়ান পিপি তৈয়বুর রহমান, রোটারীয়ান পিপি আব্দুল মুকিত, রোটারীয়ান পিপি ড.এম শহিদুল ইসলাম এডভোকেট, রোটারীয়ান পিপি ইঞ্জিনিয়ার রুহুল আলম, রোটারীয়ান পিপি বিকাশ কান্তি দাস, রোটারীয়ান পিপি আব্দুল মুহিত দিদার, রোটারীয়ান আহমেদ রশিদ চৌধুরী, রোটারীয়ান হুসেইন আহমদ, রোটারীয়ান জুবায়ের আহমদ প্রমুখ। মোহাম্মদী সমাজ কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত প্রোগ্রামে মহল্লার পক্ষ থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি ও সিটি কাউন্সিলর রেবেকা বেগম, রোটারীয়ান নিজাম উদ্দিন, দেলোয়ার হোসেন, কালা মিয়া, আবুল হোসেন মানিক, শাহিন আহমদ প্রমুখ। এর আগে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন ও সেক্রেটারী নাজমুল হোসাইন। শুরুতে ক্লাব সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *